× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুলকে আটক করেছে পুলিশ

মো: ওয়াদুদ হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি।

০৩ অক্টোবর ২০২৪, ১৭:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের সাত বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।রুহিয়া থানার ওসি শহিদুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য। এছাড়াও তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।  

পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম। বুধবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে রুহিয়া থানার রামনাথ বাজার এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রয়াত ঐ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাবেক এমপি দবিরুল ইসলামকে আটক করে পুলিশ।  

উল্লেখ্য, সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে৷ এই দুটি মামলার প্রধান আসামী সাবেক এমপি দবিরুল ইসলাম৷ 

এরমধ্যে গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন আদালতে বিচারক রহিমা খাতুন। এই মামলার ২৮ জন আসামীর মধ্যে ১ নম্বর আসামী সাবেক এমপি দবিরুল ইসলাম।  

অপরদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে একটি মামলা দায়ের করেন নিহত ঐ শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  এই মামলার ৩৮ জন আসামীর মধ্যে ১ নম্বর আসামী সাবেক এমপি দবিরুল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.