× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গারো পাহাড়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি।

০৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৭ পিএম

ছবিঃ আতিকুর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন প্রশাসন। সকাল ছয়টার দিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গারো পাহাড়ের কালিস্থান, দরবেশতলা, মালিটিলা, তাওয়াকুচা এলাকায় উপজেলা প্রশাসন অভিযানে গেলে বালু ব্যবসায়ীরা বালু তোলার সরঞ্জাম রেখে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে বালু তোলার জিনিসপত্রের ধ্বংস করা হয়। পরে ইউএনও অবৈধভাবে বালু তোলার ব্যাপারে স্থানীয় মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে অবৈধভাবে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গারো পাহাড়ের কালিস্থান, দরবেশ তলা, মালিটিলা, তাওয়াকুচা এলাকার পাহাড়ি নদী ও ঝরনা থেকে বালু উত্তোলন করে আসছিল। অপরিকল্পিতভাবে বালু তোলায় পাহাড়ের গাছপালা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। তবে যারা অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.