× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ৯ম ও ১০ম গ্রেডে শতভাগ পদোন্নতির দাবিতে মানববন্ধন

মোঃ মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

০২ অক্টোবর ২০২৪, ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড ও প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বর্তমান সরকারের কাছে ১০ গ্রেড ৯ম গ্রেট দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে যে সকল সহকারি শিক্ষকরা বক্তব্য রাখেন তারা হলেন, প্রধান সমন্বয়ক মো. সুকুমার সরকার, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোঃ একরামুল শাহ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফারুক আহমেদ প্রমুখ।

মানববন্ধনে চাকরিতে ১০ গ্রেড ৯ম গ্রেড ও শতভাগ বিভাগীয় প্রমোশন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শ্লোগানে বেনার ফেস্টুন হাতে উপজেলার সকল বিদ্যালয়ের শতশত শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষকরা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা ঘোষণার পর ছাত্র-জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে, বাক স্বাধীনতা ফেয়ার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সেসব বুক চিতিয়ে দেওয়া আত্মবলিদানকারী বীর শহিদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করে, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

শিক্ষকরা আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সুতিকাগারের কান্ডারি। দেশ উন্নয়নশীল কাতা রে, মাথাপিছু আয় ২৭৯৩ মার্কিন ডলার। ভিনদেশী ১০ লক্ষ রোহিঙ্গাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। দেশের নিজস্ব অর্থায়নে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা বর্তমানে সবই দৃশ্যমান। আমরা নোবেল বিজয়ী বীরের জাতি, আমাদের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার, সাম্য গড়ার প্রত্যয়ে উন্নত, সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসেবে আমরা প্রাথমিক শিক্ষকরা সমতার স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে বদ্ধপরিকর।প্রাথমিক শিক্ষকদের দৃঢ় বিশ্বাস নোবেল বিজয়ী বৈষম্যবিরোধী মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষকদের কখনো হতাশ করবেন না। বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সমীপে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড যৌক্তিকতা।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম। পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক বা সমমান, বেতন গ্রেড: ১০ম নার্সদের নিয়োগ পদে যোগ্যতা: এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড ১০ম উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা: এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড: ১০ম। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা: আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম (প্রস্তাবিত) বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম ও ৯ম। এছাড়া একই ক্যারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক (দ্বিতীয় শ্রেণি), দেড় বছরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড), বেতন গ্রেড ১০ম।

বক্তব্য আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে মাত্র ১১,০০০/- টাকা বেতন গ্রেডে (১১,০০০+৪৯৫০+১৫০০+২০০) মোট: ১৭,৬৫০/- টাকা পায়। মাসিক এ বেতনে সংকুলান না হয়ে অনেক ক্ষেত্রে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনঃকষ্ট নিয়ে যাপিত জীবন অতিবাহিত করেন। মাসিক এ বেতনভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। আর এই কারণেই মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে জন্য পেশায় ছুটছেন। নোবেল বিজয়ী বীরের জাতি, আমাদের আশা আকাক্ষার মূর্ত প্রতীক, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রত্যয়ী। উন্নত, সুখী, সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিকের শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন। নোবেল বিজয়ী বীরের জাতি, আমাদের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা নিকট আমাদের আকুল আবেদন এই যে, সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শতভাগ পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করলে আমরা বাঙালী জাতি তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চিরকৃতজ্ঞ থাকব বলে জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.