× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি।

০১ অক্টোবর ২০২৪, ১৭:২৯ পিএম

ছবিঃ মাহমুদুর রহমান মনজু

র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ছিলো,“মর্যাদাপূণ বার্ধক্য: বিশ^ব্যাপি প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ।”

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান ও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন।

এসময় সমাজসেবাসহ বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.