অভিন্ন চাকুরী বিধি প্রনয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সাথে দাবী মানা না হওয়া পর্যন্ত পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১ অক্টোবর তারিখ থেকে বাপবিবোর্ডের সাথে পল্লী বিদুৎ সমিতির সকল ধরণের যোগাযোগ, তথ্য সরবরাহ থেকে বিরত থাকার ঘোষণা করা হয়।
সোমবার (৩০সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে এ শান্তিপূর্ন মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তমুলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানী করার প্রতিবাদ জানান এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক ব্রিব-পিবিএস একীভুতকরণের দাবী জানান।
সেই সাথে মানববন্ধন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূবঘোষণা অনুযায়ী আগামী ১ অক্টোবর তারিখ থেকে বাপবিবোর্ডের সাথে পল্লী বিদুৎ সমিতির সকল ধরণের যোগাযোগ, তথ্য সরবরাহ থেকে বিরত থাকার ঘোষণা করা হয়। দাবী পূরণ না হওয়া পর্যন্ত পল্লী বিদুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের সাথে থাকবে বলে জানানো হয়।
বক্তারা আরো বলেন, আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য, শোষন, নির্যাতন ও নিপীড়ন থেকে পল্লী বিদুৎ সমিতির মুক্তি এবং দেশের ১৪ কোটি মানুষের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে চাই এজন্য সবার সহযোগিতা দরকার।
মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম সিফাত চৌধুরী, মাসুদ রানা, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম গোলাম মনিরুজ্জামান ও হুমায়ুন ফরিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। মানববন্ধন কর্মসূচীতে পল্লী বিদুৎ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরকে স্মারকলিপি প্রদান করা হয়।