× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশে অনুষ্ঠিত

মো:- আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধি।  

২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর নতুন বাজারে গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশ করেছেন সিংগাইর উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশ শাখা। ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল নতুন বাজরে ৪ জনকে শহীদ, শাপল চত্বরের গণহত্যা, ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা-নির্যাতন, গণগ্রেফতার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ ও বর্বরচিত হত্যাকান্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে- শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবিতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিংগাইর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমাদ আলী কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, মুফতি ফয়জুল করিম কাসেমী, মুফতি বশির উল্লাহ্, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, মুফতি আব্দুল ওয়াহ্হাব, মুফতি আব্দুল্লাহ্ ফারুকীসহ দেশ বরেণ্য জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.