শেরপুরের নালিতাবাড়ীতে ফজিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধা লিচু গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের সূত্রেমতে, বাঁশকান্দা গ্রামের বৃদ্ধা ফজিলা বেগম দীর্ঘদিন ধরে শরীরে নানা রোগে ভুগছিলেন যার ফলে তিনি শারীরিকভাবে যন্ত্রণায় থাকতেন। তিনি ওই গ্রামের হাবিল উদ্দীনের স্ত্রী ছিলেন। গত শুক্রবার রাতে তার বাড়ীর সবাই যখন ঘুমিয়ে যায় ঠিক তখন সেই বৃদ্ধার পুত্র বধু তার শাশুড়ীর দরজা খোলা দেখে তা তার স্বামীকে জানায়। তারপর বাড়ীর সবাই মিলে কিছু সময় খোঁজাখুঁজির পর বাড়ির আঙিনায় এক লিচু গাছের ডালের সাথে বৃদ্ধার মরদেহ ঝুলে থাকতে দেখে।
এ বিষয়ে মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।