সম্প্রতি মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ভূঞাপুরের সাধারণ মুসল্লিদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, প্রথমে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহ-সভাপতি হাফেজ মুফতি মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ শহীদুল্লাহ আন্দেপুরী, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ মুফতি নাজিম সিদ্দিকী প্রমুখ।
এ সময় বক্তারা ভারতের হিন্দু পুরোহিতের ইসলাম ধর্ম ও রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি, ইসলাম অবমাননা করা এবং বিজেপি নেতা নীতেশ রানে রামগিরি মহারাজকে সমর্থন করায় কটূক্তিকারী ও সমর্থনকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পাশাপাশি ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য সকল মুসলমানের প্রতি অনুরোধ জানান তারা।