শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গতকাল (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি গ্রামের এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হামলার শিকার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব মৃধা কান্দি গ্রামের আল-আমীন সরদার ও একই এলাকার আরব আলী সরদারের সঙ্গে জমির ভোগ-দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ঘটনার দিন বিকেলে আরব আলী সরদার একদল অস্ত্রধারী নিয়ে আল-আমীন সরদারের বসত ঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় আল-আমীন সরদার জীবন রক্ষার্থে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে পাশের বাড়িতে অবস্থান নেন।
স্থানীয় প্রতিবেশী আব্দুল হামিদ মৃধা বলেন, আরব আলী সরদার ও আল-আমীন সরদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। আরব আলী সরদার এনামুল হক শামীম উপমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালীন তার আত্মীয় পরিচয় দিয়ে সন্ত্রাসী ভাড়া করে এনে আল-আমীন সরদারের জমি দখল করেছে। ওইদিন আমরা দু'পক্ষের জমির কাগজপত্র নিয়ে স্থানীয় সালিশ হিসেবে বসছিলাম। কিন্তু আরব আলী সরদার জমির কাগজপত্র দেখাতে চায় না। উল্টো ওইদিন আরব আলী অন্য জায়গা থেকে লোকজন এনে আল-আমীনের উপর হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে। গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এর ন্যায্য বিচার চাই
ভুক্তভোগী আল-আমীন সরদার বলেন, ‘বিকেলে ভাড়াটিয়া একদল সন্ত্রাসী এনে আমার বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। আমি প্রবাসে থাকাকালীন সাবেক সংসদ সদস্য এনামুল হক শামীম এর ক্ষমতা বলে আমার জমি দখল করে নেয় আরব আলী সরদার। এরপর আমি বাংলাদেশে এসে জমিতে ঘর নির্মাণ করতে গেলে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার দিন আমি জমির কাগজপত্র নিয়ে স্থানীয় মুরুব্বীদের দেখানোর সময় আরব আলী সরদার আমাদের উপর হামলা চালায়। আমি এর বিচার চাই।
অপরদিকে অভিযুক্ত আরব আলী সরদারকে এলাকায় পাওয়া না গেলে তাঁর স্ত্রী রোজিনা আক্তার বলেন, এই জমি নিয়ে বিরোধ রয়েছে দুপক্ষের মধ্যে। এই জমি আমাদের। আল-আমীন সরদার দখল করে ঘর নির্মাণ করতে চায়। আমাদের জমি তাই আমরা ঘর নির্মাণে বাঁধা দিয়েছি। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন উল্টো আল-আমীন তাদের উপর হামলা করে আহত করেছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, খবর পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।