রংপুরের বদরগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি, জমি দখল ও সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোসহ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।
তিনি বলেন, এটা শুধু আমার কথা নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের এ নির্দেশনা দিয়েছেন। কেউ দলের নির্দেশনা অমান্য করলে ছাড় দেওয়া হবে না।আজ (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুটিরডাঙ্গা খামার বাড়ি নামক এলাকায় এসব কথা বলেন এ বিএনপি নেতা।
সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালে আটশতাধিক হত্যাকান্ড ঘটেছে। ইতোমধ্যে এসব ঘটনায় রংপুরে বেশ কয়েকটি মামলা হয়েছে। এ সব মামলায় কিছু অনাকাঙ্খিত মানুষের নাম এবং বিএনপি নেতাকর্মীদেরও নাম এসেছে। কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য অনেক নিরীহ মানুষকে এসব মামলায় ফাঁসিয়েছে। যা মোটেও কাম্য নয়। মামলা সমূহে সত্যিকারের অপরাধীরা যেন আসামী হয়।কোন নিরপরাধ ব্যক্তি যেন আসামীর তালিকায় ঠাই না পায়।
বিএনপির সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এ আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশ পুনর্গঠনের সুযোগ পেয়েছি। আমরা দেশের শান্তি-শৃঙ্খলা এবং উন্নতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চাই। এ লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা চাই।