কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বহদ্দারহাটে নিহত হয় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা কৃষক বাদশাহ মিয়ার সন্তান তানভীর ছিদ্দিকী। উক্ত ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশসহ কোন সংস্থার লোকজন এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান চালালোও উদ্ধার করা সম্ভাব হয়নি হত্যায় ব্যবহারিত অবৈধ অস্ত্রও। ধরাছোঁয়ার বাইরে থাকায় পুলিশের অভিযানের ঘাটতিকে দোষারোপ করছেন ছাত্র-জনতা অনেকে। অচিরেই তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবী জানান তারা।
জানাগেছে, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করা অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রকাশ্যে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর গুলি করলেও তাদের বিরুদ্ধে কোন মামলা করেনি পুলিশ। বরং প্রকাশ্যে তারা ঘুরে বেড়ালেও ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তার করতে না পারার কারণে উদ্ধার করা যায়নি অবৈধ অস্ত্রও। যার কারণে চলমান পরিস্থিতিতে অবৈধ অস্ত্রগুলো ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে সন্ত্রাসীরা-এমন আশঙ্কা আইন-শৃঙ্খলা বাহিনীর।
মহেশখালী থানার নবাগত ওসি কাইছার হামিদ বলেন, শহীদ তানভীর হত্যার আসামীসহ অস্ত্রধারীদের আইনেও আওতায় আনার জন্য পুলিশের যা যা করণীয় তার সবকিছু করা হবে। যৌথ বাহিনীসহ আমাদের অভিযান চলমান রয়েছে। আমাদের সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। কোন অস্ত্রধারী ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে আইনগত সকল ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরোও বলেন,দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় ভিকটিমের পরিবারগুলো মামলা করেছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা শহীদ তানভীর ছিদ্দিকীর বড় ভাই মিজানুর রহমান মাতাব্বর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তানভীর হত্যার আসামীরা মহেশখালী থেকে অসংখ্যা অবৈধ অস্ত্র পাচার করেছে চট্টগ্রামের আওয়ামীলীগের ক্যাডারদের হাতে। সে অস্ত্র ব্যবহার করে আমার ছোট ভাই তানভীর ছিদ্দিকীসহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। এসব অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার করা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য এবং জানমালের নিরাপত্তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে এগুলো উদ্ধার করা দরকার। না হলে এগুলো হাতবদল হতে পারে। আবার অপরাধমূলক কাজে অবৈধ এসব অস্ত্রের ব্যবহার হতে পারে।
এদিকে ১৮ জুলাই বহদ্দারহাটে গুলিতে নিহত চট্টগ্রাম আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী তানভীর ছিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে চাটগাঁও থানায় একটি মামলা করেন। গত ১৭ আগষ্ট থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় অস্ত্রধারী সন্ত্রাসী আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের গডফাদারসহ সন্ত্রাসীদের আসামি করা হয়েছে।