× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫২ পিএম

ছবিঃ শাহিন আলম।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ।
আজ (২৬ সেপ্টেম্বর)  দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন- পাকশী রেলওয়ে  বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, রেলওয়ের সিনিয়র  সহকারী নির্বাহী প্রকৌশলী এম. রিয়াসাদ ইসলাম,  সিনিযর উপসহকারী প্রকৌশলী রাজশাহী বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুনসি, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।
রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে রহনপুর রেলস্টেশনের পাশের এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে অর্ধশতাধিক স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি। ইতোপূর্বে বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সব অবৈধ স্থপানা ভেঙে দিয়ে দখলমুক্ত না করা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.