মন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮২টি পুজা মÐপে শারদীয় দর্গা পূজা উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন হিন্দ সূনাতন ধর্মালম্বীরা। আসছে ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দর্গা পূজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নে ১০টি, পাটাভোগ ১টি, ভাগ্যকল ৮টি, বাঘড়া ৪টি, শ্যামসিদ্ধি ৬টি, ককুটিয়া ৫টি, কোলাপাড়া ৩টি, হাঁসাড়া ১৫টি, বীরতারা ১৩টি, বাড়ৈখালী ১৩টি, রাঢ়িখাল ৬টি, তন্তর ৩টি মন্ডপে দর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পুজা মন্ডপকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপর্ণ পূজা মন্ডপ ২৮টি, মাঝারি গুরুত্বপূর্ণ পুজা মন্ডপ ৩৫টি ও সাধারণ পূজা মন্ডপ ১৯টি। বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত।
বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, মন্ডপে মন্ডপে প্রতীমা স্থাপন করা হচ্ছে। মৎশিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় প্রতীমাগুলো আসলরূপে ফটে উঠছে। শিল্পীরা প্রতীমার রং-সাজসজ্জাসহ বিভিন্ন কাজকর্ম করে ব্যস্ত সময় পাড় করছেন। শারদীয় দর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মালম্বীদের মাঝে এক ধরণের বাড়তি আনন্দ-উৎসব বিরাজ করছে। এরই মধ্যে মঙ্গলবার শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন, পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। শান্তিপর্ণভাবে শারদীয় দুর্গাৎসব হবে। অপ্রীতিকর কোন ঘটনার সৃষ্টি হলে আমাদেরকে জানাবেন। পূজা
মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তার কাজে পলিশ সদস্যরা উপস্থিত থাকবে। এর পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সদস্য মাঠে কাজ করবেন।