× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে ভুল রক্ত প্রয়োগে মাতৃগর্ভে শিশুর মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা

মোঃ সোহাগ আরেফিন, গুরুদাসপুর ( নাটোর) প্রতিনিধি।

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭ পিএম

ছবইঃ সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে আলপনা ক্লিনিকে সাথী খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বার শরীরে ভুল রক্ত প্রয়োগ করা হয়। ফলে গর্ভের ৮ মাস ২১ দিন বয়সী শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সিভিল সার্জন স্বাক্ষরিত চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বের) দুপুরে ওই ক্লিনিকটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাাম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম এবং গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা।

গতকাল মঙ্গলবার ‘ আলপনা ক্লিনিকে ভুল রক্ত প্রয়োগে মাতৃগর্ভে শিশুর মৃত্যু ’ শিরোনামে  দৈনিক সংবাদ সারাবেলা, সকালের সময় অনলাইনে এবং অন্য একটি পত্রিকায় এ বিষয়ে নিউজ প্রচার হয়। বিষয়টি নাটোরের সিভিল সার্জন মো. মশিউর রহমানের নজরে এলে তিনি ক্লিনিকটিতে ব্যবস্থা নেয়ার জন্য নিজ স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বরাবর। তার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা মিললে ক্লিনিকটি সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।  

উল্লেখ্য, গর্ভবতী সাথীর শরীরে রক্তশূন্যতা দেখা দেয়ায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে আলপনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত রবিবার (২২ সেপ্টম্বর) সকালে ভর্তি হয়েছিলেন। সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করে ‘এ পজিটিভ’ বলা হয়। তাৎক্ষণিক ‘এ পজিটিভ’ গ্রুপের এক ব্যাগ রক্ত সাথীর শরীরে প্রয়োগ করে ক্লিনিক কর্তৃপক্ষ। রক্ত প্রবেশের পরপরই শ্বাসকষ্ট এবং শরীরজুড়ে লাল চাকার মতো হয়ে যায়। একপর্যায়ে বন্ধ হয়ে যায় গর্ভের শিশুর নড়াচড়া। পরিস্থিতি খারাপ হলে সোমবার দুপুরে সাথী খাতুনকে গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় সাথীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের সন্তান মারা গেছে।

সোমবার রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গর্ভের মৃত শিশুটি বের করা হয়। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রথমে নাটোর মর্গে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে প্রেরণ করে গুরুদাসপুর থানা পুলিশ। তবে সাথী খাতুন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেলে রেফার করে হাজেরা ক্লিনিক কর্তৃপক্ষ।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম বলেন, গর্ভবতীর শরীরে ভুল রক্ত প্রয়োগে গর্ভের শিশুর মৃত্যুর ঘটনা জানতে পেরে ক্লিনিকটি সিলগালা করা হয়। এ সময় কাউকে না পাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম বলেন, গর্ভবতীর শরীরে ভুল রক্ত প্রয়োগে ৯ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় আলপনা ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। এছাড়াও ইতিপূর্বে নানা অব্যবস্থাপনার কারণে ২০২২ সালে আলপনা ক্লিনিকটি সিলগালা করা হয়েছিল। তারা নিয়মবহির্ভূতভাবে ক্লিনিকটি চালাচ্ছিল।

নাটোরের সিভিল সার্জন মো. মশিউর রহমান বলেন, গুরুদাসপুরের আলপনা ক্লিনিকে ভুল রক্ত প্রদানে গর্ভবতীর সন্তান মারা যাওয়ার ঘটনা জানতে পেরেছি। ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.