আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ছয়শত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বুধবার দিনব্যাপী আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী সারদারগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর প্রকৌশলী কেএম মনিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।
এব্যাপারে প্রকৌশলী আবু শাহাদাৎ সায়েম জানান, আজ সকাল থেকে শুরু করে সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার জোনাল বিপনন অফিসের প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দীন, আশুলিয়া জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল প্রমূখসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।