× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূঞাপুরে যাত্রীবা‌হী বা‌স খাদে পড়ে পথচারী নিহত

মোঃ শহিদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বাস বসতঘ‌রের ওপর প‌ড়ে যায়। এতে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়াও ১০ জন আহত হ‌য়ে‌ছেন। বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টায় টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি রেজাউল ক‌রিম।

নিহত বৃদ্ধ আব্দুল হা‌লিম (৫৫) কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মো‌ড়ে ম‌নোহ‌রি দোকানদার।

স্থানীয়রা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হী দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতায় লিপ্ত হয়। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসত ঘ‌রের ওপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা শাশু‌ড়ী ও ছে‌লের বউ আহত হয়েছে।

ভুক্তভোগী শার‌মিন আক্তার ব‌লেন, আমরা ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। হঠাৎ ব‌্যাপক শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে মনে হলো ঘ‌রের ওপর গাছ প‌ড়ে‌ছে। কিন্তু প‌ড়ে দে‌খি ঘ‌রের ওপর গা‌ড়ির মাথা। এতে আমি আট‌কে পড়‌লে মানুষজন এসে উদ্ধার ক‌রে। আমার সন্তানরা দূরে থাকায় রক্ষা পেয়েছে। এদিকে পাশের ঘরে থাকা আমার শাশু‌ড়ীও আহত হয়েছেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি রেজাউল ক‌রিম ব‌লেন, দুর্ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। এতে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়েছে জানতে পেরেছি। এছাড়াও আরো ক‌য়েকজন বা‌সের যাত্রী আহত হ‌য়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.