× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যশোর

অভয়নগরে চার দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জসিম উদ্দিন বাচচু, অভয়নগর (যশোর) প্রতিনিধি।

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০ পিএম । আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে যশোরের অভয়নগরে মাধ্যমিক ও মাদরাসা শিক্ষকরা মানববন্ধন করেছেন। এছাড়া বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বরাবর পেশ করা হয়েছে।

অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সেখ আলমগীর হোসেন, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ, কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, শিক্ষক রেজাউল আলম, ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার ৫৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদরাসার শিক্ষকদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। মাধ্যমিক স্তরে ৯৭ শতাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠন রয়েছে। যে কারণে এই প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। সরকারি বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া উপজেলা, জেলা, অঞ্চল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনের কাজের দক্ষতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেড কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের জোর দাবি করা হয়।

বক্তারা আরো বলেন, শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত এসইএসআইপি এর ১ হাজার ১৮৭ পদে জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। তাছাড়া স্কুল, মাদরাসা, সরকারি, বেসরকারি এ ধরণের নানা রকম প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা কমিশন গঠন করতে হবে। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বরাবর পেশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.