× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাকরি হারালেন গ্রাহকের গরু নিয়ে যাওয়া সেই এনজিওকর্মী

মোঃফাহিম, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত

ভোলার চরফ্যাসনে কিস্তির টাকা দিতে না পারায় এক গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন হাসিনা বেগম নামের এক মাঠকর্মী। তিনি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠকর্মী হিসেবে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় শাখায় কর্মরত ছিলেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটলেও অভিযুক্তকে চাকরিচ্যুত করার বিষয়টি রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি।

ভুক্তভোগী কুলসুম বেগম একই থানার চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

তিনি জানান, সম্প্রতি তিনি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর সপ্তাহ থেকে ২,৫০০ টাকা করে ১৩ কিস্তি পরিশোধ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে কিস্তি দিতে না পারায় এনজিওর কর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকেলে বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যায়। গরু নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি।

তিনি আরও বলেন, গরু নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে দুই কিস্তির পাঁচ হাজার টাকা এবং ঋণের বাকি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করবো বলে আশ্বাস দেওয়ার পর তারা আমাকে আমার গাভী ফিরিয়ে দেন।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার জন উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক শামীম হোসেন বলেন, আমাদের মাঠকর্মী হাসিনা বেগম কিস্তির টাকা চাইতে গেলে তিনি খারাপ আচরণ করেন। তাই তিনি ক্ষোভে গরু নিয়ে আসেন। তবে ওই গ্রাহককে তার গরু ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সংস্থা থেকে হাসিনা বেগমকে বরখাস্ত করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.