ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৯)। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী। তিনি জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাককে সিগন্যাল প্রদান করে।
উক্ত ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে দুপুর ৩টার দিকে সুরমা-বাইপাস সড়ক হতে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনি পাওয়ায় যায়। এসব চিনির আনুমানিক বাজারমূল্য অর্ধ কোটি টাকা। উদ্ধারকৃত চিনি শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি’র এই তৎপরতা অব্যাহত থাকবে।