× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুরে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

মোঃ সোহাগ আরেফিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৭ পিএম

ছবিঃ মোঃ সোহাগ আরেফিন

দরিদ্র দিনমজুর কৃষক মো. বাবলু মোল্লা। ১১ শতাংশ বসতবাড়ির জমির উপর এক কোনে জরাজীর্ণ ঝুঁপরি ঘরে পরিবার নিয়ে তার বসবাস। কৃষক বাবলু মোল্লা গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামের মৃত আব্দুস সোবাহান মোল্লার ছেলে। সেই বসতবাড়ির প্রায় ৮শতাংশ জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী- মো. রওশন আলী, কামরুল ইসলামসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে।

এঘটনায় কৃষক বাবলু গত বৃহস্পতিবার বাদী হয়ে রওশন আলী, কামরুল ইসলাম, আজিজ মোল্লাসহ ৭ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দেওয়ার তিনদিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহন করেননি পুলিশ প্রশাসন। বাধ্য হয়ে সোমবার সকালে নিজের জায়গা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবলুর পরিবার।

অভিযোগ ও স্থানীয়সুত্রে জানাজায়- বিবাদী মো. রওশন আলী ও কৃষক বাবলু মোল্লার বাড়ি পাশাপাশি। নিজের জমির সাথে বাবলুর ৮শতাংশ জমি দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেন রওশন। এসময় সার্ভেয়ার দ্বারা মাপযোগ করে তাদের জায়গার উপর ঘর নির্মান করতে বলেন বাবলু। তার কোনো কথা না শুনে প্রভাবশালী হওয়ায় দলীয় ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করেন রওশন। এমনকি তাকে মারপিট ও খুন জখমের হুমকিও দেওয়া হয়। স্থানীয়রা আরো জানায় বাবলু দরিদ্র হওয়ায় আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ ও হয়রানি করেন রওশন। এখন আবার তার বসতবাড়ির জমি জোরপূর্বক দখল করে পাকা ঘর নির্মান করছেন।

অভিযুক্ত রওশন আলীর বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ তুলে ধরে বাবলু বলেন- বালসা মৌজার ১০৭০ খতিয়ানের ৮৭৯ দাগে আমাদের ১১ শতাংশ জমি (বসতভিটা) আছে। রওশন প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় আমাদের নানভাবে হয়রানি করছে। আমার বসতবাড়ির ৮শতাংশ জমি দখল করে জোরপূর্বক ঘর নির্মান করছে। সার্ভেয়ার দিয়ে মেপে ঘর নির্মানের কথা বললে সে আমাকে মারপিট, খুন জখমের হুমকি দেয়। নিজের জীবনের নিরাপত্তা ও জমি ফেরত পেতে থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহন করেননি প্রশাসন। ইতিমধ্যে ঘরের দেওয়াল নির্মাণ করেছেন রওশন। আমি আমার জমি ফেরত চাই।

প্রতিবেশী রোজিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন- প্রভাবশালী রওশন ও তার ভাই ভাতিজারা মিলে তাদের ৩৬ শতাংশ জমি দখল করে নিয়েছে। তারা এখন অনেক কষ্টে জীবন-যাপন করছেন। তিনি আরো বলেন, এলাকার অনেকের জমি রওশন আলী দখল করে রেখেছে। রোজিনা বেগমও তাদের জমি ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রওশন আলী অভিযোগ অস্বীকার করে বলেন- বাবলু আমার ভাতিজা। প্রায় ৪০ বছর আগে বাবলুর বাবা ওই জমি আমার কাছে বিক্রি করেছিলেন। ভাই মারা যাওয়ায় ওই সময় জমি রেজিস্ট্রি করা হয় নি। বর্তমানে ওই জমিতে আমি ঘর নির্মাণ করতে গেলে বাবলু তার জমি বলে দাবি করেন।

স্থানীয় ইউপি মেম্বার রুহুল আমিন বলেন- বাবলু ও রওশনের বিষয়টি তাদের পারিবারিক। বিষয়টি তারা আমাকে জানিয়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে তারা আর আমার কাছে আসেনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেন বলেন- আমি সদ্যযোগদান করেছি। বিষয়টি জেনে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।#

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.