× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাসারে সুদের টাকার জন্য কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ

মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর প্রতিনিধি।

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬ পিএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬ পিএম

ছবিঃ ইমদাদুল হক মিলন

মাদারীপুরের ডাসারে সুদের টাকার জন্য বিকাশ জয়ধর (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বিকাশ জয়ধর উপজেলার নবগ্রাম এলাকার উত্তর চলবল গ্রামের আমরিয় জয়ধরের ছেলে। তবে এ ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রভাবশালী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ও হাসপাতাল সুত্রে এ তথ্য জানা যায়।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিন চলবল গ্রামের উজ্জল বাড়ৈর কাছ থেকে দীর্ঘদিন আগে ১ লাখ ৭৭ হাজার টাকা সুদে হিসেবে নেয় বিকাশ জয়ধর। এ সুধের টাকার জন্য উজ্জল চাপ প্রয়োগ করে বিকাশ জয়ধরকে। এ নিয়ে বুধবার রাতে দুই জনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উজ্জল বাড়ৈ ক্ষিপ্ত হয়ে কয়েকজন সাথে নিয়ে বিকাশ জয়ধরকে লাঠি দিয়ে পিটিয়ে ও কামড় দিয়ে গরুতর আহত করে। এ ঘটনায় বিকাশ জয়ধর ডাসার থানায় অভিযোগ করেন।

আহত ভুক্তভোগী বিকাশ জয়ধর জানান, আমি উজ্জলের কাছ থেকে দীর্ঘদিন আগে ১ লাখ ৭০ হাজার টাকা সুদ হিসেবে নেই। সেই সুদের টাকার বিনিময় আমার কাছ থেকে দুইটি গরু ও বসতঘর খুলে নিয়ে যায়। এরপর আমি নগদ সাড়ে দশ লাখ টাকা পরিষদ করি। এরপরও তার সুদের টাকা শেষ হয় না। এসুদের টাকার জন্য আমাকে উজ্জল পিটিয়ে আহত করেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি উজ্জ্বলের বিচার চাই।

অভিযুক্ত উজ্জল বাড়ৈ ঘটনা অস্বীকার করে বলেন, সুদের টাকার জন্য নয়, তার সঙ্গে অন্য বিষয় নিয়ে দ্বন্ধ হয়েছে। আমাকে আগে বিকাশ মারধর করেছে। তারপর উভয় পক্ষই মারামারি করেছি।

নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার জানান, আমি ওই বিষয় নিয়ে একবার সালিশ মিমাংশা করেছিলাম। আবার পরবর্তীতে ওই এলাকার ফাদারকে নিয়ে বিষয়টির ব্যাপারে বসার কথা ছিল। আসলে বিষয়টি দুঃখজনক।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাসুম জানান, অভিযোগ পেলে সুদিকারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, থানায় অভিযোগ দিলে বিষয়টি দেখবো।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.