× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরকিয়ার জেরে স্বামীকে হত্যা; স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদন্ড

মো. ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি।

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১ পিএম । আপডেটঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪ পিএম

ছবিঃ ইমরান হোসেন

কিশোরগঞ্জের ভৈরবে পরকিয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মোছা: রোকসানা আক্তার (৩৪) ও তার প্রেমিক আসিফ আহম্মেদকে (২৬) মৃত্যুদ্যণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জেলা আদালত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের ফারুক মো. সনজু এসব তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রোকসানা আক্তার ভৈরব উপজেলার চন্ডিবের উত্তর পাড়া গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে ও তার প্রেমিক আসিফ আহম্মেদ একই এলাকার বাবুল আহম্মেদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, স্ত্রী রোকসানার সাথে স্বামী মাহবুবুর রহমানের ২০০৮ সালে বিবাহ হয়। মাহাবুবুর রহমান ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এসএসফিটার পদে চাকরি করতেন। তার স্ত্রী ভৈরবের চন্ডিবের এলাকায় থাকতেন। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর দুইদিনের ছুটি নিয়ে রাত ৮টায় বাড়ি আসেন মাহবুবুর রহমান। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এর আগে হত্যার উদ্দেশ্যে তার স্ত্রী রোকসানা আক্তার পায়েসের সাথে ঘুমের ঔষধ খাওয়ান। ওইদিন রাতে ২৮ নভেম্বর রোকসানা ও তার পরকিয়া প্রেমিক আসিফ আহম্মেদ মাহবুবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. হাবিবুর রহমান বাদী হয়ে ২৮ নভেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৩০ নভেম্বর রোকসানা ও আসিফ আহমেদকে আটক করে। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ জুন ভৈরব থানার তদন্তকারী কর্মকর্তা বাহালুল খান আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মঙ্গলবার সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রাখাল চন্দ্র দে ও আসামি পক্ষের অশোককুমার সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.