× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর মেট্রোপলিটন পুলিশের ছয় থানায় নতুন ওসি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত

সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। এরই ধারাবাহিতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬ থানার ওসিদের সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আরপিএমপি কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম সাক্ষরিত এক আদেশে দায়িত্ব দেয়া হয়েছে নতুন ছয় জনকে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ‍পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী। ওই ছয় থানার ওসির দায়িত্বে থাকা ৬ জনকে পুলিশ হেডকোয়ার্টাসে সংযুক্ত করে পরবর্তিতে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নতুন ওসিরা হলেন-রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আতাউর রহমান, হাজির হাট থানায় আব্দুল আল মামুন শাহ, হারাগাছ থানায় মমিনুল ইসলাম সোহেল, মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় শাহ আলম সরদার, পশুরাম থানায় শাহজাহান আলী। ওসি হিসেবে পদায়নকৃত ৬ জনেই রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়াও সিটিএসবির সিআইও-১ হিসেবে এম হারুন অর রশীদকে পদায়ন করা হয়েছে। 

উল্লেখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আওয়ামীলীগ সরকারের পতনের পর অন্তর্বর্তিকালীন সরকার গঠন পরবর্তি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে নতুন কমিশনার হিসেবে যোগদান করেন মোঃ মজিদ আলী বিপিএম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.