মৌলভীবাজারের বড়লেখায় ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জুমন আহমদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারী জাকুকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বড়লেখা পৌরসভার হাজীগঞ্জ বাজারে এ মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে" এ স্লোগান দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী শাকিল আহমদ,ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আহমদ,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাছনিম আহমেদ,আর কে লাইসিয়াম স্কুলের শিক্ষার্থী সৈকত আহমেদ সহ আরোও অনেকে।এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সমাপনী বক্তব্য দেন ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।
ছাত্র-ছাত্রীরা বক্তব্যে বলেন-- আমাদের সহপাঠী জুমনকে হত্যা করার ১৫দিন পার হয়ে গেলো এখনো হত্যাকারী জাকুকে গ্রেফতার করা হয়নি।প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করা হোক।আমাদের সহপাঠী জুমন হত্যার সঠিক বিচার চাই আমরা।
উল্লেখ্য, জুমন আহমদ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের অন্তর্গত ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন মেধাবী ছাত্র।গত ০২ সেপ্টেম্বর সোমবার সমবয়সীদের সাথে বাড়ির সামনে খেলাধুলা করছিল জুমন।এসময় প্রতিবেশী জাকু খেলাধুলা করতে নিষেধ করে ও সবাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।জুমন এর প্রতিবাদ করলে আসামি জাকু তাকে গলা চেপে ধরে,পেটে লাথি মারে ও বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। জুমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করে কিছুটা সুস্থ মনে হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।ঘটনার পরদিন মঙ্গলবার রাতে স্কুলছাত্র জুমন আহমদ মারা যায়। এই ঘটনায় নিহতের বাবা খসরুল ইসলাম মঙ্গলবার রাতে জাকু মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বুধবার ১৮ সেপ্টেম্বর বড়লেখা থানার অফিসার ইনচার্জ (চলমান দায়িত্বপ্রাপ্ত) ফরিদ উদ্দিন দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধিকে জানান,ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। বুধবার ময়না তদন্ত শেষে বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহত স্কুলছাত্রের বাবা থানায় হত্যা মামলা করেছেন।মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।