× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে সন্ত্রাস ও চাদাঁবাজদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি।

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৭ পিএম

ছবিঃ কামরুজ্জামান শিমুল

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর গ্রাম বাসীর আয়োজনে দেপাড়া- চিতলমারী সড়কের আলীপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সন্ত্রাসীদের অব্যাহত অত্যাচারে অতিষ্ট আলীপুর গ্রামের বিভিন্ন শ্রেনীর প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নেওয়ার আহবার জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ মোল্যা, বিএনপি নেতা কামরুল ইসলাম, যুব জামাতের ওয়ার্ড সভাপতি মোঃ মামুন খান, বিএনপি নেতা মোঃ ইয়াকুব শেখ, বাংলাদের জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেসনের ওয়ার্ড সভাপতি রাসেল শেখ, বাংলাদের ইসলামী ছাত্রশিবিরের কচুয়া উত্তরের সভাপতি মোঃ মহিবুল্লাহ শেখ, শ্রমিক কল্যান ফেডারেসনের এসকেন্দার শেখ, যুবদল নেতা রবিউল শেখ, শ্রমিক কল্যান ফেডারেসনের থানা সহ-সভাপতি মামুন মোল্যা, যুব জামায়াতের ৯নং ওয়ার্ড সভাপতি মামুন খাঁনসহ মোশারফ শেখ, ইসমাইল শেখ, মিরাজ শেখ, নজরুল খাঁন, আবুল কালাম আজাদ ও সাবেক ইউপি সদস্য মোশারফ শেখ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং আলীপুর এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী সন্ত্রাসীরা এখনো বেপরোয়া রয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাফিজুর মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লিটু শেখ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মোল্ল্যা এবং ওর্য়াড যুবলীগের সাধারন সম্পাদক  কামরুল শেখসহ এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমি দখলকারী, নারীর শ্লীলতাহানিসহ নানা ধরনের অপকর্মে এলাকায় সাধারন মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এই চিহ্নিত সন্ত্রাসীরা এলাকার কিছু অসাধু পুলিশ সদস্যর সহযোগীতায় মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছেন। এদের দ্রুত গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

এছাড়া এলাকার রাসেল শেখ, ইয়াকুব শেখ ও লোকছার সেখের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় অন্তবর্তী সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এলাকাবাসী এই অন্যায়ের প্রতিকারে সরকারের হস্তক্ষেপ কমনা করেন। মানববন্ধনে বক্তব্য শেষে মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.