× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠাকুরগাঁও

খোঁচাবা‌ড়ী থেকে ২৪ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

মো: ওয়াদু হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবা‌ড়ী থেকে ২৪‌ কে‌জি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর কার্যা‌লয়। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মদের নেতৃত্বে  বড় খোঁচাবাড়ী হাট থেকে এসব মাছ উদ্ধার করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু মাছ ব্যবসায়ী সদ‌রের বড় খোঁচাবা‌ড়ি হাটে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই হাটে অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর।

এ সময় বাজা‌রের চারজন মাছ ব্যবসায়ী থেকে ২৪‌ কে‌জি পিরানহা মাছ উদ্ধার করা হয়। প‌রে উদ্ধার করা মাছগুলো স্থানীয় এক‌টি এ‌তিমখানায় দি‌য়ে দেওয়া হয়।

এসময় অভিযানে সদর উপজেলা সি‌নিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, কামাল হোসেন, নারায়ণ চন্দ্র সিংহ উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মদ সংবাদ সারাবেলা কে  ব‌লেন, রাক্ষুসে এসব মাছ পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে রাক্ষুসে প্রকৃতির পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ সংগতিপূর্ণ নয়। অন্যান্য মাছ ও জলজ প্রাণীদের এরা খেয়ে ফেলে বিধায় দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.