বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-ঁজনতার উপর হামলা ও গুলি বর্ষণের মামলায় কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ (৫০)কে আটক করেছে র্যাব।
গত রবিবার ১৫ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাজহারুল ইসলাম মাসুদ সহ অন্যান্য সহযোগিরা ছাত্র-জনতার উপর দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তল সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে মিছিলের উপর হামলা করে এবং ভিডিওতে নিজ হাতে আগ্নেয়স্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর গুলি করতে দেখা যায়। আটককৃত মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলায় একজন এজাহার নামীয় আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামি উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।