× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চোরাই পথে আনা ৬ বস্তা চিনি ও গুড়া মসলাসহ গ্রেফতার ১

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় চোরাই পথে আনা ৬ বস্তা চিনি ও বিভিন্ন গুড়া মসলা এবং একটি অটো গাড়ীসহ ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৪ সেপ্টেম্বর(শনিবার) রাত সাড়ে এগারোটায় উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপাড় এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় ৬ বস্তা চিনি ও ভারতীয় গুড়া মসলা এবং অটো গাড়ীসহ এলাকাবাসী সন্দেহজনক ভাবে মোঃ সুরুজ আলী নামক এক ব্যক্তিকে আটকায় এবং পরবর্তীতে পুলিশকে তা অবগত করে।  গ্রেফতারকৃত সুরুজ আলী শ্রীবরদী উপজেলার মাদারপুর এলাকার মৃত জবেদ আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে ওসি মনিরুল আলম ভূইয়া জানান, গত শনিবার রাতে উপজেলার  সুতিয়ারপাড় এলাকার লোকজনদের তথ্যমতে সুরুজ আলীকে গ্রেফতার করি এবং সেই সময় তার সাথে চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় চিনি ও গুড়া মসলা এবং ১ অটো গাড়ীসহ গ্রেফতার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.