× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুতবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৮ পিএম । আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় মৃত্যুবরণ করেন মসজিদের ইমাম মুহিবুল হক। তিনি দীর্ঘ প্রায় এক দশক ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন।

ইমামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।

তিনি জানান, জুমার নামাজ শেষ করার পরই তার মসজিদ থেকে বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার জীবনের শেষ মুহূর্তটি মসজিদেই কাটান তিনি।
তিনি জানান, জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মুহিবুল হকের মৃত্যুতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.