× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিবি পরিচয়ে অপহরণ; আটক ৪

মো. সাইফুল ইসলাম, নীলফামারী। 

১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫ পিএম

ছবিঃ মো. সাইফুল ইসলাম

নীলফামারীতে ডিবি পুলিশ পরিচয়ে আনোয়ার হোসেন আনু নামে এক যুবককে অপহরণের দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জের নিতাই এলাকায়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর মেলাকন্দ শেষবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে শাল আলম (৪০), গাজীপুর টঙ্গী এলাকার ইউনূস আলীর ছেলে সাগর (২৫), নরসিংদী পলাশ বাড়ী এলাকার জাকির হোসেনের ছেলে সজল মিয়া (২৫), গাজীপুর টঙ্গী এলাকার হারুন রশিদের ছেলে কামরুল ইসলাম (৪২)।

থানা পুলিশ সূত্রে জানায়, ১১ সেপ্টেম্বর ভোর রাতে অভিযুক্তরা আনোয়ার হোসেন আনুকে তার বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেয়। পরে আনু'র পরিবার স্থানীয় থানা ও ডিবি অফিসে খোঁজ করতে গিয়ে না পেয়ে বিষয়টি থানায় জানায়। 

এদিকে, অপহরণকারীরা বগুড়ার শেরপুরে মাইক্রোবাস থামিয়ে আনুকে একা রেখে খেতে যান হোটেলে। এসময় ভুক্তভোগী আত্মরক্ষার জন্য চিৎকার করলে স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, বগুড়া শেরপুর থানা এলাকায় স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্তদের কিশোরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। এঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.