× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিকরগাছায় ৩০০ বস্তা চাউল লুট; হুমকির মুখে বিএনপি নেতার নাম পরিবর্তন

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া নিমতলা গ্রামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ বস্তা চাউল লুটের ঘটনায় বাদী হাসান আলী বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনুকে ১ নম্বর আসামি সাথে ১৯ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আরও শতাধিক জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ১ নম্বর আসামি খায়রুজ্জামান মিনুর নাম বাদ দিয়েছেন। এ কারণে মামলার বাদী অসন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী হাসান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপি নেতাদের অব্যাহত হুমকি ও পুলিশের চাপে আমি খুব আতংকে এবং জীবনের ঝুঁকিতে আছি। যে কোন সময় আমার উপর হামলা হতে পারে। আমি এ বিষয়ে আর কিছু বলতে পারবো না বলেই কলটি কেটে দেন তিনি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মামলার এজাহার থেকে বিএনপি নেতা খায়রুজ্জামান মিনুর নাম বাদ দেওয়া প্রসঙ্গে বলেন, ভুক্তভোগী হাসান আলীর কাছে জানতে চেয়েছিলাম, খায়রুজ্জামান মিনু ঘটনাস্থলে ছিলেন কি না? তিনি তখন বলেন, খায়রুজ্জামান ঘটনাস্থলে ছিলেন না। এ জন্য পরে হাসান আলীই খায়রুজ্জামানের নাম বাদ দিয়েছেন। তবে পুলিশের তদন্তে মিনু জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুনরায় অভিযোগপত্রে তাঁর নাম অর্ন্তভুক্ত করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনুর নেতৃত্বে তার অনুসারী স্থানীয় রজব আলী, হাফিজুর রহমান, ওয়াসিম, নাহিদ ও মিজান উপজেলার হাড়িয়া নিমতলা গ্রামের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাসান আলীর গুদামে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই চাঁদা না দেওয়ায় গত সোমবার বিকেলের দিকে দেশি অস্ত্র নিয়ে বিএনপির আহবায়ক মিনুর নেতৃত্বে তার শতাধিক লোকজন উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে অবস্থিত খাদ্যবান্ধব কর্মসূচির গুদামের তালা ভেঙ্গে মিনুর লোকজন ৩০০ বস্তা চাউল লুট করে নিয়ে যায়। এ সময় নগদ টাকা লুট ও আসবাবপত্র ভাঙচুর করে।এরপর হাসান আলী বাদী হয়ে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মামলাটি দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.