× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চান্দিনায় বর পক্ষের দেওয়া টাকা ভাগাভাগি নিয়ে মারামারি!

কনের বাড়ি-ঘর ভাঙচুর, আহত ১, থানায় অভিযোগ

ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলার ৭নং এতবারপুর ইউনিয়নের ওয়ারিশ হাজী বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গেইটে বর পক্ষের দেওয়া টাকার ভাগাভাগি নিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। টাকার ভাগাভাগি নিয়ে কনেপক্ষের লোকজনেরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাকবিতন্ডা, মারামারি এমনকি কনের বাড়ি-ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে।

ওই ঘটনায় কনের দাদি ছায়েরা বেগম (৫৮) গুরুতর আহত হয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এতবারপুর ইউনিয়নের ওয়ারিশ হাজী বাড়িতে মো. খোকন মিয়ার মেয়ে ফাতেমা আক্তার এর বিয়ের অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। আহত ছায়েরা বেগম বাদি হয়ে ওই দিন রাতেই চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। তবে, ফাতেমার বিয়ে সম্পন্ন হয়েছে। বর-কনের বিদায়ের পর ওই মারামারির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পাশর্^বর্তী দেবিদ্বার উপজেলার নূরিতলা গ্রামের আরাফাত এর সঙ্গে ফাতেমার বিবাহ সম্পন্ন হয়। এর আগে বিয়ের গেইটে প্রচলিত নিয়মানুযায়ী বাচ্চাদের জন্য কিছু টাকা দেয় বরপক্ষ। সেই টাকা নিয়ে কনের পাশর্^বর্তী ঘরের খুশি আক্তার (১৮) নামের একজন একক ভাবে ওই টাকা নিয়ে যেতে চায়। তাই নিয়ে বাকবিতন্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে খুশির পরিবারের লোকজন কনের পিতার বাড়ি-ঘর ভাঙচুর করে। কনের দাদিকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় খুশির পিতা আবুল হোসেন, ভাই কেফায়েত উল্লাহ, বিল্লাল হোসেন, নাজমুল, নাইমুলসহ ৮জনকে আসামী করে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

এব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.