× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫ পিএম

ছবিঃ সাজ্জাদুল আলম খান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও সরকারি বিভিন্ন নির্দেশনামূলক একটি বার্তা পড়ে শুনানো হয়।  পরে উপজেলার বিভিন্ন জেলার পূজা মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সমস্যা ও ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খানের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের পূজাউদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন মেজর নোমান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন, উপজেলা আনসার অফিসার আমিনুজ্জামান,  পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহাম্মেদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় নন্দী মানিক, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.