নড়াইলে স্বামীকে হত্যা করে ঘরের মধ্যে মাটি চাপা দেবার কথা স্বীকার করেছে স্ত্রী পলি বেগম। এ কথা জানিয়েছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) নিঁখোজ হবার এক সপ্তাহ পর সদরের শেখাটি ইউনিয়নের কাইজদিয়া গ্রামে কৃষক শিমুল গাজীর নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সোমবারই স্ত্রী পলি বেগম ও প্রতিবেশী আজাদ শেখকে আটক করে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সদর থানায় শিমুল হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাইজদাহ গ্রামের মৃত আবদুল্লাহ গাজীর পূত্র কৃষক শিমুল গাজী দ্বিতীয় স্ত্রী পলি বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ২ সেপ্টেম্বর তিনি নিঁখোজ হয়। শিমুলের ছোট ভাই ইমরুল ইসলাম খোঁজাখুজি করে ভাইয়ের সন্ধান না পেয়ে গত শনিবার স্থানীয় শেখাটি পুলিশ ফাঁড়িতে জিডি করেন। সোমবার ভাইয়ের ঘরের এক কোনায় নতুন মাটি দেখতে পেয়ে ইমরুলের সন্দেহ হলে বিষয়টি পুলিশ ফাঁড়িতে গিয়ে জানান। পুলিশ ঘরের মাটি খুঁড়লে বেরিয়ে আসে শিমুলের লাশ।
মামলার বাদি নিহত শিমুলের ভাই ইমরুল ইসলাম বলেন, ভাবি পলিসহ অজ্ঞাত ৩-৪জনের নামে মামলা করা হয়েছে। তিনি ভাই হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন।
সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিমুলের স্ত্রী পলি বেগম দাম্পত্য জীবনে দ্বন্দ্বের কারণে স্বামীকে স্বাসরোধে হত্যা করে নিজ ঘরের মধ্যে বস্তা ও পলিথিন দিয়ে মুড়িয়ে মাটি চাপা দেবার কথা স্বীকার করেছে। হত্যার সময় সাথে কেউ ছিল কিনা এ বিষয়ে পলি এখনো মুখ খোলেনি। আটককৃত শিমুলের বন্ধু আজাদ শেখকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।