× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে মাদক মামলায় যুবকের ০১ বছরের সাজা

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার মাদক মামলায় আজিজুল ইসলাম নামে এক যুবককে ০১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ এই রায় ঘোষনা করেন লালমনিরহাট আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম আসামি আজিজুলের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া আজিজুল ইসলাম (২৩) রংপুর জেলার গংগাচড়া উপজেলার মহিপুর আদর্শ পাড়া গ্রামের বাসিন্দা আবু তালেবের ছেলে।

মামলার তথ্যসূত্রে জানা যায় , ২০১৮ সালের ০১ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপি এলাকায় গ্রেফতারী পরোয়ানা মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশের এএসআই বিষ্ণুপদ দাস সহ সঙ্গীয় ফোর্স।

সে সময় বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী একটি YAMAHA মোটরসাইকেল থাকা দুইজন ব্যক্তিকে পুলিশ  দাড়াতে বললে মোটরসাইকেল ও একটি ব্যাগ ভর্তি গাজা রেখে পালিয়ে যাওয়া সময় আজিজুল ইসলামকে গ্রেফতার করেন পুলিশ অন্য আরেকজন পালিয়ে যান।
সেসময় ব্যাগে থাকা ০৫ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিজুল ইসলাম (২৩) এর নামে থানায় মামলা করেন এসআই বিষ্ণুপদ দাস। তদন্ত শেষে আজিজুল ইসলামকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন কালীগঞ্জ থানার  তদন্তকারী অফিসার এসআই সাইদুল ইসলাম। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ০১ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ০৫ হাজার টাকার জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.