× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে শিল্প কারখানায় নৈরাজ্য ঠেকাতে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত

মো. মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩ পিএম

ছবিঃ মো. মনিরুজ্জামান

গাজীপুরের শিল্প এলাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্প কারখানায় নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যে ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন, যা এলাকায় বেশ সাড়া ফেলে। বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদানকালে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ বলেন, “গাজীপুরের শিল্প কারখানায় কিছু দুষ্কৃতিকারী শ্রমিকদের চাকরির দাবিতে উসকে দিয়ে ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের লক্ষ্য হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা এবং শিল্প এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়া। আমরা এই পরিস্থিতি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছি।"

তিনি আরও বলেন, “গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির দিক নির্দেশনায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, কেউ যেন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের সুযোগকে ব্যবহার করে কলকারখানায় হামলা করতে না পারে। আমাদের দলের সকল নেতা-কর্মীরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে।

”বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকদের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করার আহ্বান জানিয়ে সুরুজ আহমেদ বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় তাদের পাশে আছি। তবে শিল্প এলাকায় যে কোনো নৈরাজ্য প্রতিহত করা হবে।”এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে ১৮ নং ওয়ার্ড বিএনপি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার প্রতি তাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.