বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে। আজ (৯ সেপ্টেম্বর) সকালে মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত বোমাটি দেখতে পান।
বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে কিছুক্ষণ পর তাঁরা এসে এলাকাটি ঘিরে রাখে। সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল এসে গ্রেনেডটি নিস্ক্রিয় করবে বলে জানানো হয়েছে।
ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্ন কর্মী জনী জানান, সকাল ৯টায় তিনি ঘাস কাটতে গিয়ে বস্তুটি দেখেন। হিন্দি সিনেমা দেখে বুঝতে পারেন যে এটা একটি বোমা। এরপর মেইল প্রসেসিং সেন্টারের পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার ৯৯৯ এ ফোন দিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তা চান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি ফারুক হোসেন বলেন, ‘সেনাবাহিনীর মেজর রাশেদ ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি অরিজিনাল বোমা হতে পারে বলে ধারণা করছেন। এটি ধ্বংস করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট আসছে।
এদিকে সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ বেলা পৌনে ১টায় ঘটনাস্থলে গিয়ে আশপাশ ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছে সেনা সদস্যরা। যদিও সেখানে ভিড় করছে উৎসুক জনতা।