× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুরুদাসপুর

স্ত্রীর মরদেহ ফেলে স্বামীসহ পরিবার লাপাত্তা!

মোঃ সোহাগ আরেফিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৩ পিএম

ছবিঃ সোহাগ আরেফিন

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী জয়নব বেগমের (২৮) মরদেহ ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে গেছে স্বামী সাদ্দাম হোসেনসহ পরিবারের লোকজন। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর (হরদমা) গ্রামে ওই ঘটনা ঘটে। সাদ্দাম (৩৪) ওই গ্রামের মো. আজাদ আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ১০ বছর পূর্বে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের জয়নাল শেখের মেয়ে জয়নব বেগমের সাথে সাদ্দামের পারিবারিকভাবে বিবাহ হয়। দশ বছরের সংসার জীবনে তাদের ঘরে কোনো সন্তান ছিলোনা। তবে মাঝে মাঝে যৌতুকের টাকার জন্য শারিরিকভাবে স্ত্রীকে নির্যাতন করত সাদ্দাম। শনিবার বিকেলে গোয়াল ঘরে থাকা গরুকে গোসল করাতে দেরি হওয়ায় রেগে যান সাদ্দাম। এক পর্যায়ে স্ত্রী জয়নবকে মারপিট করে। শারীরিক নির্যাতনের একপর্যায়ে মারা যান জয়নব। আত্মহত্যা করেছে বলে তড়িঘড়ি করে জয়নবের লাশ দাফনের চেষ্টা করে তার স্বামী শশুড়সহ বাড়ির লোকজন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে জয়নবের লাশ বাড়িতে ফেলে রেখে গরু, ছাগল, হাঁস-মুরগী নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পরিবারের লোকজন। এলাকাবাসী ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই জয়নবের মরহেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মেয়ের বাবা জয়নাল শেখ বলেন- তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার দাবী করেন তিনি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিবারের সবাই পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি রবিবার সকালে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.