সিলেটের ভারত থেকে অবৈধ পথে আসা ৬৭টি মহিষ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় জৈন্তাপুর উপজেলায় ৪৮ বিজিবি অভিযান পরিচালনা করে এসব মহিষ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা ৬৭টি মহিষের চালান জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষ রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক মহিষের বাজারমূল্য ১কোটি ৩৪ লাখ টাকা।
তিনি বলেন, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। মহিষগুলো ৪৮ বিজিবির তামাবিল বিওপির জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।