মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের আমজাদ মিয়া (২৮) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত আমজত মিয়া ভেড়াছড়া গ্রামের রইছ মিয়ার ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর আমজদ মিয়া পাশের গ্রাম কান্দিগাও গ্রামে কৃষি জমিতে কাজ করতে যান। দুপুর ১২:৪৫ মিনিটের সময় বজ্রপাতে আহত হন আমজদ মিয়া। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগন তাকে মৃত বলে ঘোষণা করেন।
আমজাদ মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বজ্রপাতে আমজদ মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।