চরফ্যাসন-ভোলা আঞ্চলিক মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এতে করে সড়ক দিয়ে চলাচল করার সময় শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন যানের যাত্রীদের সমস্যা হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেকে নাক চেপে চলাচল করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাসন পৌরসভার বর্জ্য দীর্ঘদিন ধরে এভাবে ফেলার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব্য বেড়ে যাচ্ছে। দুর্গন্ধে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে অনেকের। এ ছাড়া ফেলা আবর্জনায় অপচনশীল প্লাস্টিক ও পলিথিন থাকায় দূষিত হচ্ছে পরিবেশ। নাগরিক সমাজের এটা একটি গণদাবি পৌর প্রশাসক এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিবেন।
পৌরসভায় ২০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভার কোনো নির্দিষ্ট ডাম্পিং নেই। এর ফলে প্রতিদিন সকাল বিকাল পিকআপে আবর্জনা সড়কের পাশে স্তূপ করে। সকালবেলা আবর্জনার স্তূপ আগুনে পোড়ানোর সময় ধোঁয়ার গন্ধে মানুষের যেন দায়।
পৌরসভার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ডাম্পিং না করায় দুর্গন্ধে নাজেহাল নাগরিক সমাজ। ময়লা-আবর্জনার উৎকট দুর্গন্ধে সহ্য করতে পারছেনা অনেকে। সড়কের পশ্চিম পাশে দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব বাসটার্মিনাল। ময়লার এমন উৎকট গন্ধ আর পরিত্যক্ত বর্জ্য অপসারণে কোনো ভূমিকা নেই পৌর কর্তৃপক্ষের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়লার স্তূপে কুকুর ও কাক ময়লা আঁচড়ে রাস্তার মাঝখানে টেনে দুর্গন্ধের সৃষ্টি করছে। দৃষ্টিনন্দন বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা গন্ধে নাক চেপে রাখছেন। শিক্ষার্থীরা সড়ক অতিক্রম করতে নাকমুখ চেপে স্কুলে আসা-যাওয়া করছে। দীর্ঘদিন ধরে জমানো ময়লা-আবর্জনা রাস্তার পাশে উঁচু স্তূপে পরিণত হয়েছে।
চরফ্যাসন পৌরসভার ময়লা ফেলার কোনো নির্ধারিত জায়গা নেই। সাবেক মেয়র মো. মোরশেদ ময়লার ডাম্পিং স্টেশন করার জন্য জমি অধিগ্রহণের কথা বললেও আলোর মুখ দেখেনি।
চরফ্যাসন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, ময়লার দুর্গন্ধ থেকে অনেক জটিল রোগ হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, মহাসড়কের পাশে ময়লা ফেলার কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার ময়লা আবর্জনা সড়কের পাশে ফেলার কোনো সুযোগ নেই। নতুন পৌর প্রশাসককে নিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।