× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারেক বাহিনীর হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে তানভীরের পরিবার

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

০২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪০ পিএম

ছবিঃ হোবাইব সজীব

দেশ সংস্কার সংগ্রামে অংশ নিয়ে চট্টগ্রামের বহদ্দারহাটে নিহত মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা ঐতিবাহি খউস্বর পরিবারের সন্তান চট্টগ্রাম আশেকানে আউলিয়া সরকারী ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র শহীদ তানভির ছিদ্দিকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার। 

টানা ১৫ বছর পৈতৃক ভিটামাঠি হারা পরিবারটির উপর ফের হামলা চালানোর পায়তারা করছে মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ তানভীর হত্যার অন্যতম আসামী কালারমারছড়ার চিহ্নিত সন্ত্রাসীদের গডফাদার তারেক বিন ওসমান শরীফ, মাষ্টার মাইন্ড নোমান শরীফ, কালাবদা ও কালা জাহাঙ্গীরের নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী।
গতকাল ১লা সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৬ টায় মহেশখালীর সম্মিলিত সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার কথা জানান শহীদ তানভির ছিদ্দিকের পিতা কৃষক মোহাম্মদ বাদশা, তানভিরের ভাই সাবেক ছাত্রনেতা মিজান মাতব্বর ও মোহাম্মদ আলী। 

তারা জানান- এলাকার নিজেদের আধিপত্য বিস্তার করতে না পেরে আমাদের উপর চড়াও হয়েছে তাঁরা। বর্তমানে কালারমারছড়া ইউনিয়নের সোনাপাড়া এসপিএম প্রকল্প ও আধাঁরঘোনা মিজ্জির পাহাড়ে অবস্থান নিয়ে ঘাঁটি স্থাপন করেছে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে কালারমারছড়া বাজার, আমাদের নতুন ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে সশস্ত্র হামলা চালানোর কথা বলছেন। শহীদ তানভীর হত্যা মামলটি তুলে না নিলে প্রাণে মেরে ফেলবে তানভীর ছিদ্দিকীর পরিবারের সকল সদস্যকে এ মর্মে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছেন। 
এ মুহুর্তে কালারমারছড়া নৌবাহিনীসহ প্রশাসনের জরুরি টহল জোরদার করা প্রয়োজন। নয়তো যেকোনো মুহুর্তে আমাদের উপর হামলে পড়তে পারে তারা। প্রাণ হানির মত ঘটনা ঘটবে। ###

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.