× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে মুক্তিপনের টাকা না পেয়ে বৃদ্ধকে খুন, প্রধান আসামী গ্রেফতার

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

০১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১ পিএম

ছবিঃ সৌরভ কুমার দেবনাথ

ঈশ্বরদীতে মুক্তিপনের দশ লক্ষ  টাকা না পেয়ে  বৃদ্ধকে খুনের ঘটনার প্রধান আসামি মো: শাজাহান (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারে বিষয়টি যায়যায়দিনকে  নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামী মো : শাজাহান উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মো: আজিবর রহমানের ছেলে।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, মোটা অংকের মুক্তিপনের আশায় গত ২৪ আগস্ট রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে নাইট ডিউটি শেষে ঈশ্বরদী শহরের দিকে আসার পথে উপজেলার কইকুন্ডা এলাকার মো: সিরাজুল ইসলাম (৬৫) কে আসামীসহ তার অপর সঙ্গীরামিলে অপহরণ করেন। এদিকে দুপুরে গড়িয়ে গেলেও পিতার কোন সন্ধান না পেয়ে চিন্তিত সিরাজের বড় ছেলের কাছে তার বাবাকে অপহরণ করা হয়েছে মর্মে ১০ লক্ষ টাকা মোবাইল যোগে ( তার বাবার ফেন থেকেই কল করেন তারা) মুক্তিপণ চান অপহরণ কারীরা। অনাদায়ে বাবাকে হত্যা করা হবে বলে শাসান তার বাবার ফোন থেকেই। বাবার অপহরণের বিষয়টি আমলে নিয়ে ঐ দিনই ঈশ্বরদী থানায় এসে তার বড়ছেলে মো: আল আমিন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। তারপর নিখোঁজের ৭ দিনপর গত শনিবার ঈশ্বরদী পৌর শহরের রহিমপুর এলাকার চারতলা বিশিষ্ট একটি ভবনের চতুর্থ তলার শৌচাগার থেকে নাইলনের দড়ি দিয়ে হাত-পা বাধা, উলঙ্গ অবস্থায়  অপহৃত বৃদ্ধার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন পুলিশ। প্রাথমিক অবস্থায় এটিকে পরিকল্পিত হত্যা নির্নয় করে পুলিশ ঐ ফ্লোরের ভাড়াটিয়া মো: শাজাহান দম্পতিকে সন্ধান করতে শুরু করেন। অতঃপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় খুনের মুল হোতা শাজাহানকে বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে প্রাথমিক জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করেছেন শাজাহান বলেও জানা গেছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক ( ওসি তদন্ত)  মনিরুল ইসলাম যায়যায়দিনকে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদি হয়ে  একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেছে। আসামীকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.