লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে আদিতমারী থানার ওসি মাহমুদ-উন নবী।
শনিবার (৩১ শে আগষ্ট) সকালে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত তাহমিদুল তারা আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তাহমিদুল'র স্ত্রী ও পরিবার বাড়িতে না থাকায় তিনি নিজ ঘরে একাই থাকতেন। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাহমিদুল রহমানকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের ভাই ইউপি সদস্য মুকুল জানায়, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। যারা আমার ভাইকে খুন করেছে। আমরা তাদের ফাঁসি চাই।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।