রংপুরের পীরগঞ্জে দানিসনগর গ্রাম থেকে মমতাজ আলী (৬২) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের একডালা গ্রামের মৃত মিয়াজ উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকালে পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের দানিসনগর গ্রাম সংলগ্ন ইক্ষু ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার বাদ জুম্মা মমতাজ আলী বাড়ি হতে অটোভ্যান নিয়ে বের হয়ে পাশের ছড়ান বালুয়া হাটে গিয়ে রাতে আর ফিরে আসেনি। শনিবার সকালে হাত বাধা, মাথা ও মুখ রক্তাক্ত অবস্থায় জনৈক রাজা মিয়ার ইক্ষু ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে মমতাজ আলীকে হত্যার পর লাশ ফেলে রেখে দুর্বৃত্তরা অটোভ্যানটি নিয়ে সটকে পড়েন।
নিহতের ছেলে ফারুক মিয়া ও মেয়ে খুকিমাই এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে জানান, তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে তার সহোদরদের সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মামলাও রয়েছে। এ ঘটনার জের ধরেই তাকে খুন করা হতে পারে। এরআগে তাদের চাচারা ফারুককেও হত্যার উদ্দেশ্যে ভাড়াটে সন্ত্রাসীদের ঠিক করেছিল। এ বিষয়ে গ্রাম্য সালিশ হয়। এরপর কিছুটা চুপচাপ ছিলেন চাচারা। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির বুঝে নিয়ে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করছেন মমতাজের পরিবারের সদস্যরা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।