× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদী

অপহরণ হওয়া বৃদ্ধের মরদেহ ৭ দিন পর গোসলখানা থেকে উদ্ধার

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

৩১ আগস্ট ২০২৪, ১৯:২৮ পিএম

ছবিঃ সৌরভ কুমার দেবনাথ

পাবনার ঈশ্বরদীতে মুক্তিপণের ১০ লাখ টাকা চাওয়ার ৭দিন পর অপহরণ হওয়া মো. সিরাজুল ইসলাম (৭০)  নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের রহিমপুর গোরস্থান সংলগ্ন একটি ভাড়ার ৪র্থ তালার গোসলখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আব্দুল জলিল ফকিরের ছেলে ও নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ছেলে আল আমিন হোসেন জানান, গত ২৪ আগস্ট রাতে আরএনপিপিতে ডিউটি শেষ করে তার বাবা আর বাড়ি ফেরেনি। পরে তার বাবার মুঠো ফোন থেকে কল দিয়ে অজ্ঞাত পরিচয়ে অপহরণের কথা বলে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়। টাকা না দিলে তার বাবাকে হত্যা করে লাশ ফেলে রাখা হবে বলেও জানানো হয়। পরের দিন পরিবারের স্বজনদের সাথে পরামর্শ করে ঈশ্বরদী থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া বাসার মালিক বলবুল হোসেন জানান, গত ২২ আগস্টে অজ্ঞাত দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ির ৪র্থ তলা ভাড়া নেন। একদিন পর ২৪ আগস্ট আমি তাদের বাসায় গিয়ে অগ্রীম ভাড়া বাবদ ৪ হাজার টাকা ও তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসি। এরপর গত ২৮ তারিখ থেকে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ওই দম্পতির নেওয়া বাসার দরজা তালা লাগানো ছিল। শুক্রবার রাতে ওই ভাড়াটিয়ার কক্ষ থেকে দুর্গন্ধ বের হয়। শনিবার  সকালে স্থানীয়দের পরামর্শে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে নিহতের লাশ সনাক্ত করে।
জাতীয় পরিচয় পত্রের তথ্য মতে ঐ ভাড়াটিয়া শাজাহান আলী উপজেলার বড়ইচারা (তেতুলতলা) গ্রামের আজিবর রহমানের ছেলে ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহত সিরাজুলের নিখোঁজ হওয়ার পরপরই পুলিশ তার পরিবারের সদস্যদের নিয়ে তদন্তে নেমেছিলো। কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয় নি।  গতকাল সকালে অজ্ঞাত একজনের লাশের সন্ধান পাওয়ার খবরে ঘটনাস্থলে এসে অপহরনকৃত বৃদ্ধ সিরাজুল ইসলামের লাশ সনাক্ত করা হয়। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.