রংপুরের বদরগঞ্জে সড়কের পাশে থাকা সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ৪-৫ জনের ব্যক্তির বিরুদ্ধে।পরে কাটা গাছের খণ্ডগুলো বদরগঞ্জ থানা পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত শুক্রবার (৩০ আগস্ট) দিনে দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কালুপাড়া ইউনিয়নের জামু বাড়ি কুমারপাড়া গ্রামের রাস্তার পাশে সরকারি গাছ কাটেন স্থানীয় প্রভাবশালী চার পাঁচজন। পরে কাটা গাছগুলো চার্জার ভ্যানে নিয়ে আসেন পৌর শহরের আম্বিয়ার মোড় ছ-মিল কাছে। স্থানীয়রা চার্জার ভ্যানগুলো আটক করে ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিকে জানালে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে দিয়ে গাছগুলো আটক করেন। ইউপি সদস্য শহিদুল হক মানিক থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করে।
ভ্যান চালক মানিক বলেন, কুমারপাড়া মসজিদের কাছে রাস্তার ধারে গাছগুলো কেটে পৌর শহরে নিয়ে যেতে বলেন স্থানীয় কুদ্দুস, খাইরুল সহ ৪-৫ জন। আমি ভাড়া নিয়ে এসেছি। স্থানীয় গ্রাম পুলিশ এসে আটক করে। পরে পুলিশ এসে গাছগুলো থানায় নিয়ে যান।
কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক জানান, গতকাল দুপুরে আমার কাছে খবর আসে রাস্তার পাশে সরকারি গাছকেটে চার্জার ভ্যানে করে পৌরশহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে গাছগুলো আটক করে থানায় খবর দেই পুলিশ গিয়ে গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান, গতকাল পৌর শহরের আম্বিয়ার মোড় এলাকা থেকে কিছু কাটা গাছ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ডায়েরি করা হয়েছে।