× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্য বিরোধী আইনজীবী আন্দোলনের ব্যানার ছেঁড়ার প্রতিবাদে লিখিত অভিযোগ

রংপুর ব্যুরো

২৯ আগস্ট ২০২৪, ১৯:৫৯ পিএম

ছবিঃ রংপুর ব্যুরো

রংপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীদের নিকট এডঃ আনোয়ার হোসেন তাওহীদ কর্তৃক বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের ব্যানার ছিঁড়ে ফেলার মতো ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে আজ  (২৯ আগস্ট) বেলা ২ টায় লিখিত অভিযোগ দাখিল করেন বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের নেতৃবৃন্দ।

সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ও সিনিয়র আইনজীবীদের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়,' গত ২৭ আগস্ট ২৪ আনুমানিক বেলা ৩.৩০ ঘটিকায় রংপুর আইনজীবী সমিতির ভবনের সামনে টাঙ্গানো বৈষম্য বিরোধী আইনজীবী আন্দোলনের ব্যানার প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছে এডভোকেট আনোয়ার হোসেন তাওহীদ। এ ধরণের কর্মকান্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও ধৃষ্টতাপূর্ণ। আমরা এ ঘটনায় ভীষণ মর্মাহত ও ক্ষুব্ধ। আপনি নিশ্চয়ই অবগত রয়েছে, তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দু:শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় এই প্লাটফর্মটি গড়ে ওঠে। অন্যায়-অবিচার, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সর্বস্তরের আইনজীবীদের সংগঠন “বৈষম্যবিরোধ আইনজীবী আন্দোলন”। 

বিগত সরকারের শাসনামলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার হরণ হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করার অপচেষ্টাও কম হয়নি। কালো আইন প্রয়োগ করে কণ্ঠরোধ করা হয়েছে। অগণিত ছাত্র-জনতার শহীদী আত্মদানের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এডভোকেট আনোয়ার আইনজীবীদের আন্দোলন-সংগ্রামের ব্যানার ছিঁড়ে ফেলার ধৃষ্টতা প্রদর্শন করে কিভাবে? 

এ ধরণের কর্মকান্ড গর্হিত অন্যায় ও ক্ষমার অযোগ্য অপরাধের শামিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেকারণেই এ ধরনের কুরুচিপূর্ণ ও হীন মানসিকতা কর্মকান্ডের বিরুদ্ধে নিজ হাতে আইন তুলে নেইনি। এর মাধ্যমে উক্ত আনোয়ার হোসেন তাওহীদ সকল আইনজীবীকে অপমানিত করেছে। সেই সাথে আইনজীবীদের পরস্পরের মধ্যে সংহতি, ভ্রাতৃত্ব ও মর্যাদা রয়েছে তা নস্যাৎ করার পাঁয়তারা করেছে। এই সংগঠনের ব্যানার ছেঁড়া মানে প্রকারন্তে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আঘাত হানা। যা আমরা কোনক্রমেই বরদাস্ত করতে আমরা পারিনা।

এমতাবস্থায় অনতিবিলম্বে উক্ত এডভোকেট আনোয়ার হোসেন তাওহীদ এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতর উদ্ভব হতে পারে।'

লিখিত অভিযোগে এডভোকেট আনোয়ার হোসেন তাওহীদকে এ ধরনের জঘন্য কর্মকান্ডের জন্য নি:শর্তভাবে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা,নিজ উদ্যোগে উল্লেখিত স্থানে একই রকমের একটি ব্যানার প্রিন্ট করে প্রতিস্থাপন এবং ভবিষ্যতে কখনো কোন অবস্থাতেই তিনি এ ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের পুনরাবৃত্তি করবেন না এই মর্মে মুচলেকা প্রদান করার কথা উল্লেখ করা হয়। বৈষম্যবিরোধী আইনজীবী আন্দোলনের পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতি নিরসনে রংপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীদের কার্যকর ভুমিকা কামনা করেন নেতৃবৃন্দ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.