× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে বন্যার্তদের দৈনিক সংবাদ সারাবেলা পরিবারের ত্রাণ বিতরণ

লক্ষীপুর প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৪, ১৭:২৯ পিএম

লক্ষীপুরে ত্রাণ বিতরণরত দৈনিক সংবাদ সারাবেলা টিম ছবিঃ লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলায় বন্যার পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। নোয়াখালী থেকে আসা পানির ঢল ও পাশাপাশি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় এখনো পানিবন্দি হয়ে আছেন এ অঞ্চলের হাজারো মানুষ। 

লক্ষ্মীপুরের পানিবন্দি হয়ে পড়া বন্যার্তদের সাহায্যে আজ (২৯ আগস্ট) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ সারা বেলা পত্রিকার দুইজন সহকর্মী ত্রাণ নিয়ে উপস্থিত হন। 

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতী নগর ইউনিয়নের সোনাপুর এলাকায় বন্যায় পানিবন্দীদের মাঝে  ঢাকা থেকে প্রকাশিত জাতীয়  দৈনিক সংবাদ সারা বেলা পত্রিকার  পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সারা বেলা পরিবারের ঢাকা থেকে আগত দুই সহকর্মী তামজিদ হোসেন, রাকিব বিন কুদ্দুস ও লক্ষ্মীপুর প্রতিনিধি। এ সময় আরও  উপস্থিত ছিলেন ৫ নং পার্বতী নগর  ইউনিয়ন ১ নং ওয়ার্ড সোনারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব আলমগীর পাটওয়ারি, আকরাম হোসেন নিশান, মুশফিকুর রহমান সৈকত প্রমূখ। 

 এ সময় লক্ষ্মীপুরে বন্যায় পানিবন্দি  পাঁচ শতাধিক পরিবারের মাঝে আল জামেয়া আল ইসলামিয়া ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর, খোদাওয়ান্দপুর ও কাশিপুর গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য আব্দুর রহিম, হাফিজুল ইসলাম হাফিজ, আব্দুল কাফি, দুবাই প্রবাসী জাবেদ মিয়া, বশিকপুর মহিলা কামিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মোরশেদ আলম, নাগেরহাট মাদ্রাসার সুপার মোহাম্মদ আলমগীর কবির, বশিকপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম পাটোয়ারী ও মাদ্রাসা শিক্ষক গোলাম মোস্তফাসহ আরো অনেকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.