কুমিল্লার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যানসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজী ও লুটতরাজের অভিযোগ এনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ফ্রেন্ডস মটরস নামের একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী মহসিন ওই মামলাটি দায়ের করেন। গত রবিবার মামলাটি থানার প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গণ্য হয়।
এতে ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী, ইউপি মেম্বার মো. পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান টিপু, যুবলীগ নেতা মো. সোহাগ ও মো. জোবায়েরসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫জনকে আসামী করা হয়।
মামলায় চলতি মাসের ১ তারিখে মাধাইয়া বাস স্টেশনে অবস্থিত ফ্রেন্ডস মটরস নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে আসামীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরবর্তীতে ৯লাখ ৬০টাকা দেওয়ার পর তালা খুলে দেয় আসামীরা। ৪ আগস্ট পুনরায় প্রতিষ্ঠানটিতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৪লাখ ৮০ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ আনা হয়।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, মামলাটি এফআইআর ভুক্ত হয়েছে। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।